বিসমিল্লাহির রহমানির রহিম
আমরা আল্লাহর সন্তুষ্টির আশায় একত্রিত হয়েছি। ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, দ্বীনের পথে চলা এবং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।
🔹 তাওহীদের মজবুত বিশ্বাস – আল্লাহর একত্ববাদে অবিচল থাকা
🔹 সুন্নাহর অনুসরণ – নবিজির (সাঃ) আদর্শকে জীবনে ধারণ করা
🔹 ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য – মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য স্থাপন
🔹 দাওয়াত ও প্রচার – ইসলামিক জ্ঞান ও নৈতিকতা ছড়িয়ে দেওয়া
🔹 সৎ পথে চলা – ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অবিচল থাকা
আমাদের লক্ষ্য একটাই – কুরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করা এবং ইসলামের সুমহান আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আসুন, আমরা আল্লাহর পথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই।